বিপ্লব তার বিপ্লবীদেরকেই খেয়ে ফেলে


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন /
বিপ্লব তার বিপ্লবীদেরকেই  খেয়ে ফেলে

বিজ্ঞানের একটা সূত্র আছে, অতি উত্তপ্ত আবেগ- অতি দ্রুতেই প্রশমিত হয়। ৩৬ দিনের অর্জিত বিপ্লব তার বিপ্লবী নায়কদেরই এখন খেয়ে ফেলছে। অকৃতজ্ঞতা, অনভিজ্ঞতা আর অটুট বন্ধনের অভাবেই নায়করা এখন খলনায়কে পরিণত হয়েছে।

সমস্যায় পড়তে হচ্ছে সামাজিক অভ্যস্ত বিপ্লবী চরিত্রগুলোকে, যারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে পারে না। যারা মানুষের মুখে একটু হাসি ফোটাতে ব্যস্ত থাকে সব সময়। সেই মানুষগুলো যখন রাজপথে সাধারন মানুষকে অসহায় দেখতে পয়েছেন, তখন মানবতা বোধ এগিয়ে গিয়েছেন। সাধ্যের সবটুকু দিয়েই মানুষের পাশে দাড়িয়েছেন। কিন্তু স্বার্থবাদীদের টার্গেটে যখন তারা পরিণত হয়, তখন তাদের পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক, মানবিক, জাতীয় দায়ীত্ব। তাদের মতই একজন সাহসীর গল্প রচনা করেছেন যশোরের স্বপ্না।

স্বপ্না যখন নানা রকম হয়রানি, হামলার শিকার হচ্ছেন, তখন আমাদের কি কোন দায়ীত্ব নেই? আমাদেরকে স্বপ্নার মত সাহসীদের পাশে দাড়াতে হবে, মানবতাকে রক্ষা করতে হবে।

একটা শিয়াল হুক্কা হুয়া করলে সব শিয়ালগুলো একসাথে হুক্কা হুয়া করে সাড়া দেয়। কিন্তু আমরা মানবতাবাদীরা তো এক হতে পারি না। যারা মানুষের কল্যানে এক হতে পারে না, তারা মুখে যাই বলুক আমরা বুঝতে পারি তাদের ‍মুখ আর বুক এক সূত্রে গাঁথা নয়।

সম্পাদকীয় বিভাগের আরো খবর

আরও খবর