পটুয়াখালী বাউফল উপজেলাধীন কাশিপুর ইউনিয়নের অন্তর্গত
কাশিপুর এলাকায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। ঘটনায় জানা যায়,
উক্ত মহল্লায় আইন অমান্য করে জবর দখল পূর্বক জমির সংক্রান্ত দীর্ঘদিন যাবৎ বাজাবাজি চলে যাচ্ছে। বাদি মোঃ মনির খান (৪০)নামের পিতাঃ-মৃত্যু – মান্নান খান ছেলের উপর অতর্কিত ভাবে হামলা চালায় বিবাদী মোঃ কামাল জমাদ্দার (৩৫) পিতাঃ মোঃ বীর মুক্তিযোদ্ধা মোছলেম( ৭৫)এর ছেলে। তবে স্থানীয় লোক জনের কাছে যানা যায় বীর মুক্তিযোদ্ধা মোছলেম এর ছেলে বাবার মুক্তিযোদ্ধা দোহাই দিয়ে মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকেন আরও জানা সে নাকি ভুয়া মুক্তিযোদ্ধা। বাদি মনির খান তিনি জমির বিষয় কথা বলতে গেলে।এমন অবস্থায় বিবাদীগণ মনির খান উপর হামলা চালায়।
বিবাদীগণ বে-আইনি জনতায় দলবদ্ধ হইয়া দেশীয় অস্ত্রশস্ত্র লইয়া বর্ণিত সম্পত্তিতে অনধিকার ভাবে প্রবেশ করেন। এ সময় বিবাদীগণ বাঁধির উপর হামলা চালায়।
অকথ্য ভাষায় গালি গালাজ সহ হুমকি প্রদান করে থাকেন। এ সময় বিবাদীগন মনির খান উপর এলোপাথাড়ি ভাবে মারধর করতে থাকে।
এসময় মনির খান বিপদের মধ্যে পড়ে যায়। নিজেকে রক্ষার্থে করার চেষ্টা করেন কিন্তু কোন রকমে রক্ষা হয়নি সুকৌশলে
মনির খান এর উপরে পিছন থেকে রট,দিয়ে আগাত করতে থাকে।
এ সময় বিবাদীগণ মনির খান কে টানা হেঁচড়া সহ বিভিন্ন ধরনের হুমকি ও মারধর চালায়।এমন সময় তার গলা টিপে ধরে শ্বাসরুদ্ধের চেষ্টা চালায়।
এমন অবস্থায় মনির খান ছটফট করিতে থাকে। এমন অবস্থায় ঘটনাস্থলে স্থানীয় জনতার উপস্থিতিত হয়ে মনির খান কে উদ্ধার করেন।
এ বিষয়ে মনির খান জানান বিবাদীগণ হইতেছে একদল দুর্ধর্ষ প্রকৃতির মানুষ তারা পারে না এমন কোন কাজ নেই। এই জমি জমাকে কেন্দ্র করে বিবাদী দলের ভয়ে আতঙ্কে বসবাস করছে বলে জানান মনির খান।
এ বিষয়ে এলাকাবাসী আরো জানান এই জমা জমি নিয়ে বহুদিন ধরে জামেলা চলে আসছে।
জমির কাগজ পত্রের দিক দিয়ে মনির খাননের কাগজ পত্র সঠিক রয়েছে।এর পরেও বিবাদীগণ জবরদখলপূর্বক উক্ত সম্পত্তি নিজের করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
বাদি মনির খান খুবই ভালো মানুষ সংখ্যালঘু একটি অসহায় পরিবার কারো সহিত তারা কখনো কোন প্রকার গন্ডগোল ফাসাদ করতে দেখি নাই বলে জানান এলাকাবাসী।
এস এম সুজন মৃধা পটুয়াখালী প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন :