প্রবাসী মিথ্যা[বাদী


admin প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন /
প্রবাসী মিথ্যা[বাদী

প্রবাসী মিথ্যা[বাদী 

 

নরুল আলম, প্রবাসী

 

একটি মায়ের দুটি ছেলে, একটি প্রবাসী। অন্যজন সে গ্রামের নেতা বড়ই সাহসী। প্রতিমাসে প্রবাস ছেলে পাঠাইতো বেতন, সেই টাকায় নেতা বাবুর পকেট ছিল গরম । নিজের নামেই কিনল জমি,করলো দালান ঘর। দিন বদলে মা ভাইকে করে দিলো পর।  প্রবাসী ছেলে মাকে দিলো ছোট্ট টিনের ঘর,সেই ঘরেতে মা জননী থাকবে জনমভর। প্রবাসী ছেলে মাকে দিলো ছোট্ট টিনের ঘর ,সেই ঘরেতে মা জননী থাকবে জনমভর। মা জননী আল্লাহর কাছে বলে দু’হাত তুলে, বুকের মানিক প্রবাসেতে রেখো আল্লাহ সুখে।একজন প্রবাসী বড় মিথ্যেবাদী। ওরা শত কষ্টে বলে ভালো আছি।কিছু প্রবাসীর, কিছু আপনজন,তাদের সরল মনে আঘাত করে বেশি। অনেক ফল দেখতে ভালো,খেতে নয় মিষ্টি।প্রবাস জীবন যে করেছে সে বুঝে তার কষ্ট। অসুখ হলেও কর্মজীবন চলে অবিরত,হালাল টাকা কামাই তবু হারাম নয় এক সুতো। চোখে তাদের লুকোনো জল,মুখে মিষ্টি হাসি। রেমিটেন্সের যোদ্ধা তাদের নাম প্রিয় প্রবাসী। চোখে তাদের লুকোনো জল,মুখে মিষ্টি হাসি। রেমিটেন্সের যোদ্ধা তাদের নাম প্রিয় প্রবাসী। মাদ্রাসা মাহফিলে তাদের অনেক অনুদান, অনেক মসজিদ প্রবাসীর টাকায় শুরু হয় নির্মাণ। একজন প্রবাসী বড় মিথ্যেবাদী। ওরা শত কষ্টে বলে ভালো আছি।কিছু প্রবাসীর কিছু আপনজন তাদের সরল মনে আঘাত করে বেশি। কিছু ফল দেখতে কালো, কি তার মিষ্টি মধু।বাংলাদেশের সবচেয়ে সুখী প্রবাসীদের বধূ। নারীর সকল ইচ্ছে পূরণ প্রবাসীরাই জানে, স্ত্রীর প্রতি মায়া বেশি প্রবাসীদের প্রাণে।পরিশ্রমের অল্প টাকায় অনেক বরকতময়। মনের মত পাইলে বধূ, সবই মধুময়। পরিশ্রমের অল্প টাকায় অনেক বরকতময়।মনের মত পাইলে বধূ, সবই মধুময়।প্রবাসীদের প্রতি আমার হাজারো সালাম, ভালবাসি বলেইতো গাই প্রবাসীর গান। একজন প্রবাসী বড় মিথ্যেবাদী। ওরা শত কষ্ট বলে ভালো আছি।কিছু প্রবাসীর কিছু আপনজন তাদের সরল মনে আঘাত করে বেশি।একজন প্রবাসী বড় মিথ্যেবাদী। ওরা শত কষ্ট বলে ভালো আছি। কিছু প্রবাসীর কিছু আপনজন তাদের সরল মনে আঘাত করে বেশি।