লালমনিরহাট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান এমপি মহোদয়ের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকাল ৩টায় লালমনিরহাটের ডায়াবেটিক সমিতি হাসপাতাল ভবনে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সদস্য শ্রী দুলাল চন্দ্র কর্মকার, মোঃ মনসুর আলী সরকার, কোষাধ্যক্ষ মোঃ লিয়াকত আলী ভূঁঞা, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কাসেম আলী, সহ-সভাপতি মোঃ মোকছেদুর রহমান প্রমুখ। এ সময় ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের কার্যনির্বাহী সদস্য, আজীবন সদস্যসহ সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিলু সরকার, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সুশান্ত রায় উপস্থিত ছিলেন।
পরে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের পক্ষ হতে লালমনিরহাট-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান মহোদয়কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
সাঈদ হাসান উপজেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :