জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েল ফেয়ার এর সদস্য হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী ভাই মক্কা শরীফে আল্লাহর মেহমান হাজ্বী খেদমতে নিয়োজিত


admin প্রকাশের সময় : জুন ৫, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন /
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েল ফেয়ার এর সদস্য হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী ভাই মক্কা শরীফে আল্লাহর মেহমান হাজ্বী খেদমতে নিয়োজিত

হাফেজ মুহাম্মদ হাসান মানছুর, 2024 সাল সহ বিগত দশ বছর পবিত্র মক্কায় বাংলাদেশি হাজী সাহেবানদের খেদমতে রয়েছেন, আমরা উনার সুস্থতা সহ দীর্ঘায়ু কামনা করছি।
তিনি আমাদের জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফার বাংলাদেশ এর মক্কা শরীফ শহরের বর্তমান সভাপতি
তিনি আমাদের আয়নাতলী গ্রামের পুরান পাটওয়ারী বাড়ির আব্দুল হান্নান পাটওয়ারীর বড় ছেলে
হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী
2014 সালে মক্কা বিশ্ববিদ্যালয় ( জামেয়া উম্মূল কোরা) এ পুল স্কলারশিপে তিন জন বাংলাদেশি ছাত্রের সাথে কৃতিত্বের সাথে চান্স পান,
তখন থেকেই নিজের লেখা পড়ার ফাঁকে ফাঁকে স্বীয় জন্ম ভূমি বাংলাদেশের হাজী সাহেবানদের খেদমতে রয়েছেন,
বর্তমানে তিনি পবিত্র মসজিদে হারামের আর রিয়াসা আম্মার Translation Department এর একজন Live Translator হিসেবে
আরবি,বাংলা,বারমাউয়ি, উর্দু , হিন্দি ও ইংরেজি ভাষাভাষী হাজীদের খেদমতে
কাবা চত্বর,হাতিম কা’বা,খালফ মাকাম ইব্রাহিম,সাফা পাহাড় সহ পবিত্র মসজিদে হারামের গুরুত্বপূর্ণ স্থানে দৈনিক আট ঘণ্টা করে ডিউটি করছেন,
পাশাপাশি তিনি সৌদি হজ্ব মন্ত্রনালয়াধীন হাদিয়্যাতুল হজ্ব ওয়াল উমরাহ বিভাগের একজন অনুবাদক কর্মী হিসেবেও খেদমত করছেন,
তবে উনার সাথে যোগাযোগ করে জানতে পারি প্রথমত তিনি বাংলাদেশ হজ্ব মিশন মক্কা অফিস কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে হজ্বে আগত অসুস্থ হাজী সাহেবানদের সেবায়
2015 সালের হজ্ব মৌসুমে
মক্কা আন নূর ( মেডিসিন )হাসপাতালে,
2016 সালে কিং আব্দুল্লাহ ( হার্ড) হাসপাতাল ,
2017 সালে কিং ফয়সাল ( কিডনি) হাসপাতাল,
2018 সালে আজইয়াদ ( মক্কার ক্লক টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরর ইমার্জেন্সি হাসপাতাল,
2019 সালে কিং আব্দুল আজিজ হাসপাতাল, বাংলাদেশী হাজীদের অনুবাদক হজ্ব কর্মী হিসেবে খেদমত করেছেন,
2022 সালে বাংলাদেশ হজ্ব মিশন মক্কা অফিসের কন্ট্রোল রুম পরিচালনা সহ হজ্ব গাইড হিসেবেও তিনি খেদমত করেছেন।
উনার সাথে যোগাযোগ করলে তিনি বলেন;
আলহামদুলিল্লাহ
পবিত্র মক্কায় আগত লক্ষ লক্ষ বাংলাদেশী সহ অন্যান্য দেশের হাজীদের খেদমত করার সুযোগ পেয়েছি,
আমার মত এ নরাধমকে মহান আল্লাহ তাঁর মেহমানদের খেদমতে কবুল করেছেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আমার?
তিনি স্বেচ্ছায় আমাকে রিপোর্ট নেয়ার সময় বলেছেন;
2024 সালের এ হজ্ব মৌসুমে আপনার আমার কারো পরিচিত কোন হাজী সাহেব পবিত্র মক্কায় পৌঁছার পর নিন্ম রোগ সমূহ
যেমন-
হার্ড ,
কিডনি,
স্ট্রোক,
অতিরিক্ত ব্লাড প্রেসার,
ডায়াবেটিস) এ
অসুস্থ হয়ে পড়ে তাহলে অবশ্যই আমার নিচের হোয়াটসঅ্যাপ নং 00966536130881
0536130881 এ জানাবেন,
পবিত্র মক্কার কোন বড় হাসপাতালে ভর্তি রেখে কাউকে সৌদি আরব সরকারের ঘোষিত বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করার প্রয়োজন হলে
তিনি সুপরামর্শ সহ সর্বোচ্চ আন্তরিক সহযোগিতায় থাকবেন ইনশাআল্লাহ।