ময়মনসিংহের ভালুকায় রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় নিহত হয়েছেন এক দম্পতি। শুক্রবার (২৪ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী বিডিআর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের সখিপুর কালমেঘা এলাকার রহমান মুন্সির ছেলে আব্বাস আলী (৭০) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৬০)।
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভালুকার আমতলী এলাকায় নাতি লাকি আক্তারের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়েছেন আব্বাস ও হাজেরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :