ময়মনসিংহের ফুলপুরে চৈত্রের শুরুতে ঝড়সহ বৃষ্টি হয়েছে। প্রচণ্ড ঝড়ের সঙ্গে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলায় বৃষ্টি শুরু হয়।
উপজেলার রুপসী ইউনিয়নের রূপসী গ্রামের এক কৃষক বলেন, ধানের চারা কেবল বেরে উঠছে । এই মুহূর্তে ঝড় বৃষ্টি হওয়ায় ধানের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০ মিনিট শুধু ঝড় বৃষ্টি হয়েছে। এতে কি পরিমাণ ক্ষতি যে হয়েছে তা শুধু অনুমানের বিষয়। না দেখে বলা যাবে না।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝড় বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। সার্বিক খোঁজ খবর নিয়ে পরে বলা যাবে।
আপনার মতামত লিখুন :