পাটগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছা:মির্জা সাইরী তানিয়া


admin প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন /
পাটগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  পদপ্রার্থী মোছা:মির্জা সাইরী তানিয়া

সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা শুরু হলেও। আগামী উপজেলা পরিষদ নির্বাচন মে মাসের অনুষ্ঠিত হবে। মোছা: মির্জা সাহরী তানিয়া, সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ পাটগ্রাম উপজেলা শাখা। আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থিতা প্রকাশ করেছেন।প্রার্থীতা প্রকাশের পরেই এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন। তিনি উপজেলা প্রতিটি ইউনিয়নে হাটে বাজারে মাঠে-ঘাটে শহর গ্রামে উঠানে আলাপের কেন্দ্র বিন্দুতে পৌঁছে গিয়েছেন, মোছা: মির্জা সাইরী তানিয়া ।তিনি এই উপজেলায় অনেক উন্নয়নমূলক কর্মকান্ড কাজ করে এসেছেন। এবং মহিলা যুবলীগের সভাপতি হয়ে তিনি অনেক গরিব-দুঃখী মানুষদের সেবা প্রদান করেছেন। ও উপজেলার সকল যুব মহিলা লীগকে নিয়ে সমাজে ঐক্যবদ্ধ রেখে কাজ করে আসছেন । এতে উপজেলায় ভোটারদের ব্যাপক সাড়া দিয়েছেন।উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কথা বললে তারা জানান জননেত্রী শেখ হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছে। বর্তমান প্রজন্মে তরুণ প্রতিনিধি রাই রাষ্ট্র পরিচালনা করবেন।তাই মির্জা সাইরী তানিয়া, এর মত ক্লিন জন প্রতিনিধি নির্বাচিত করলে পাটগ্রাম উপজেলা স্মার্ট উপজেলায় দ্রুত গতিতে পৌঁছে যাবে । ভাই চেয়ারম্যান পদপ্রার্থী মোছা:মির্জা সাইরী তানিয়া বলেন কথা নয় কাজে হবে পরিচয় জনগণ থাকবে পাশে। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি উপজেলায় ৮টি ইউনিয়ানে ও একটি পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে স্মার্ট উপজেলা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি পাটগ্রাম উপজেলায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমর্থন দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করি।

  সাঈদ হাসান পাটগ্রাম প্রতিনিধি