আম গাছে প্রচুর মুকুল : চাষীর মুখে হাসি


admin প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৪, ৪:৫৩ পূর্বাহ্ন /
আম গাছে প্রচুর মুকুল : চাষীর মুখে হাসি

পাটগ্রাম উপজেলার বিভিন্ন রাস্তার পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উঠানে রোপণ করা আম গাছে এখন শোভা পাচ্ছে কেবলই মুকুল আর মুকুল। আর সেই মুকুলে ছেয়ে আছে গাছের ডালপাল। আকাশে বৃষ্টি না হওয়ায়, বাতাসে মিশে মুকুলের সুভাস ছড়াচ্ছে মৌ-মৌ ঘ্রাণ।যে ঘ্রাণ মানুষের মনকে বিমোহিত করে। এই মধুর মাসে -মৌমাছিরা মধু আহরণে ঘুরে বেড়াচ্ছে মুকুলের ফাঁকে ফাঁকে। করছে মধু আহরণ। সরেজমিন ঘুরে দেখা যায়, পাটগ্রাম উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার রাস্তার দুই পাশে , বাগানে, উঠানে
দেখা মিলছে আমের মুকুল। প্রত্যেকটি এলাকা জুড়ে এখন সর্বত্র গাছে গাছে শুধু আমের মুকুল আর মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন ।মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো এলাকা।

আবহাওয়া অনুকূল ভালো থাকলে এ বছর আমের ভালো ফলনের আশা করছেন পাটগ্রাম উপজেলার মানুষ ।

 

সাঈদ হাসান পাটগ্রাম প্রতিনিধি।