সাভারের আশুলিয়ায় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার


admin প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ৮:৪৩ পূর্বাহ্ন /
সাভারের আশুলিয়ায় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় ৪০ বোতল ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (৪৪) ও মিজানুর রহমান (৪৫), নামে দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার(২৯ মার্চ)বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

গ্রেফতারকৃতরা হলেন,ফরিদুল ইসলাম (৪৪)তিনি দিনাজপুর জেলার সদর থানার পানি পুকুর গ্রামের মৃত মীর বক্সের ছেলে ও মিজানুর রহমান (৪৫)একই জেলার নারুহার দক্ষিণ পাড়া গ্ৰামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এবং এসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার জামগড়া এলাকা থেকে ফরিদুল ও মিজানুর ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

 মোঃ কাজী সজীব বিশেষ প্রতিনিধি