পবিত্র রমজান মাস রহমত ও বরকতের মাস। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এই মাস টি অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ।এরই ধারাবাহিকতা প্রতি বছরের ন্যায় ২২ মার্চ ২০২৪ ইং রোজ (শুক্রবার) মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজ মিলনায়তনে, ময়মনসিংহের স্বনামধন্য বিশিষ্ট ইউনানী চিকিৎসক, শিক্ষাবিদ, বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান, ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সাবেক সদস্য, বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন বৃহত্তর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি,
মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম হাকীম ফয়জুল ইসলাম নাবাতাতী এবং প্রাক্তন সভাপতি ও প্রাক্তন ভি.সি. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মরহুম ড. শাহ মোহাম্মদ ফারুক আহমেদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাকীম কামরুল ইসলাম নাবাতাতী।
সঞ্চালনা করেন প্রভাষক- হাকীম ওয়ালিউল্লাহ (মুজাহিদ)।
মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজ ও বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন বৃহত্তর ময়মনসিংহ শাখার আয়োজনে দিগারকান্দা বাইপাস মোড়ে অবস্হিত কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিদেহী আত্মার শান্তি কামনায় আমন্ত্রিত অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, “বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন” এর রেজিস্টার্ড সচিব এ.কে.এম. হারুনার রশিদ। বক্তব্য রাখেন মোমেনশাহী আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ কবিরাজ কৃষ্ণকান্ত রায় ও হাকীম আবুল খায়ের আব্দুল্লাহ।
হাসিব আহমেদ // (ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন :