পাটগ্রামে মুক্তিযুদ্ধের চেতনার ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন।


admin প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৪, ৩:৪৩ অপরাহ্ন /
পাটগ্রামে মুক্তিযুদ্ধের চেতনার ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার তৃণমূলে প্রতিষ্ঠার সংগ্রাম। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অবদান। ৫৩ বছরের ধারাবাহিক সংগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটিই এ একমাত্র প্রতিনিধিত্ব শীল সংগঠন।
শনিবার ৩০ শে মার্চ সকালে পাটগ্রাম উপজেলার পাবলিক ক্লাব ও লাইব্রেরী ওডিটোরিয়ামে সম্মিলিত জোটের অস্থায়ী কার্যকরে এ কমিটি গঠন করা হয়। ১০১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি অধ্যাপক এ,টি,এম আখতারুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়,আরাফাত সুলতান কার্নিজকে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট কমিটির সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেন কবির,পাটগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াজেদুল ইসলাম শাহীন, ও মুক্তিযোদ্ধার সন্তানরা আরও বিভিন্ন দপ্তরের কর্মরত ব্যক্তিবর্গ।

 

 সাঈদ হাসান পাটগ্রাম উপজেলা প্রতিনিধ।