আহত একজনকে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয়দের
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪টার দিকে কোরিয়ান গার্মেন্টস নামের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
এদিকে, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস বায়েজিদ স্টেশনের কর্মকর্তা শিবলি সাদিক বলেন, ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনে থেকে আরও তিনটি ইউনিট যোগ দিয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুনের ধোঁয়ায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :