আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেল “মানবাধিকার ও সাপ্তাহিক আইন সমাজ পত্রিকা” অফিস


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন /
আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেল “মানবাধিকার ও সাপ্তাহিক আইন সমাজ পত্রিকা” অফিস

আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেল আমাদের “”মানবাধিকার ও সাপ্তাহিক আইন সমাজ পত্রিকা”” অফিসটি। অফিসের দেয়াল ঘেসেই তৈরি হয়েছে পাশের ছোট্ট বাড়িটি। ঘটনা ক্রমে জানা গেছে ফ্রিজ থেকে সর্টসার্কিট হয়ে আগুন লাগে অত:পর আগুন ছড়িয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন মারাত্বক ভাবে ছড়িয়ে পরে। এই বিস্ফোরণে আমাদের অফিসের কোনো ক্ষতি না হলেও পুড়ে ছাই হয়ে গেছে তাদের সাজানো ছোট্ট কুড়ে ঘরটি। পাশে থাকা সিম্ফোনি মোবাইল কোম্পানী , মানবাধিকার ও আইন সমাজ অফিস থেকে পানি দিয়ে আন্তরিক সহায়তায় আগুন নিভানো সম্ভব হয়।
ঘটনার সময়কাল:
সকাল ১০:৫৮ মিনিট থেকে ১১:২৫মিনিট
দীর্ঘ ২৭ মিনিটের ব্যবধানে আগুন নিভানো সম্ভব হয়।