উত্তর-পূর্ব ব্রাজিলের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে গত রোববার এক বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, রান্নাঘরের ভেতরে একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার কারণে সার্জিপ রাজ্যের রাজধানী আরাকাজু শহরের একটি ৪৪-অ্যাপার্টমেন্ট বিশিষ্ট ভবনে বিস্ফোরণটি ঘটে।
সোমবার সার্জিপ ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন অ্যালান সান্তোস গ্লোবোনিউজ চ্যানেলকে বলেছেন, ‘আমরা ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি। আহতদের আরাকাজু শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
দমকলবাহিনীর এই কর্মকর্তা জানান, বিস্ফোরণে তিনজন নিহত হওয়া ছাড়াও বিল্ডিংয়ের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ধসে পড়ায় অনেকে আটকা পড়েছিল।
আপনার মতামত লিখুন :