শীতের সঙ্গে বইছে হিমেল হাওয়া, কাবু দক্ষিণের মানুষ


admin প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ৪:১০ পূর্বাহ্ন /
শীতের সঙ্গে বইছে হিমেল হাওয়া, কাবু দক্ষিণের মানুষ

পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে বেড়েই চলছে শীতের তীব্রতা। তার উপর বইছে হিমেল হাওয়া। তাই শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দক্ষিণের মানুষ।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আজ সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। শীতের এই ধারা আগামি আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তীব্র ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম দুর্ভোগে রয়েছেন গভীর সাগরে মাছ শিকাররত জেলেরা। ঠান্ডার কারণে বেলা বাড়লেও খোলা হচ্ছেনা দোকান পাট। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেই শহর থেকে কমে যাচ্ছে মানুষের আনাগোনা। তবে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে বেচাকেনা। অনেককেই খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত শিশু রোগীর সংখ্যা।

 

কলাপাড়া চৌরাস্তা এলাকার সবজি ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, কয়েকদিন ধরে শীতের সঙ্গে বাতাস বইছে। যার কারণে শীতটা একটু বেশিই লাগছে। সকালেই বিভিন্ন সবজি নিয়ে বসে আছি। তবে বাজারে মানুষের আনাগোনা কম। একই স্থানে কলই শাক নিয়ে আসা বৃদ্ধ মোসলেম মিয়া জানান, চাকামাইয়া থেকে সকালে বেশ কিছু শাক নিয়ে এসেছি বিক্রির জন্য। প্রতিদিন সকালে এ হাটে মানুষের আনাগোনা বেশি থাকলেও আজ একটু কম। কারণ শীত অনেক বেড়েছে। শীতের সঙ্গে উত্তরের বাতাস বইছে। আমাদের দাঁড়িয়ে থাকাও দায় হয়ে পড়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, শীতের এ তীব্রতা আরও বাড়তে পারে এবং আগামি এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তবে এর পরে উষ্ণতা বাড়তে পারে।