নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে সিংড়া থানার এসআই খাইরুজ্জামান, এসআই আব্দুর রহিম ও পুলিশ সদস্য আব্দুল খালেকসহ বেশ কয়েকজন আহত হন।
নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপি কর্মীদের অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় বিএনপির কর্মীরা বেশ কয়েকটি পরিবহনে ভাঙচুর চালায়। এরপর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :