মণিপুরে আবার সহিংসতা, ৫ জেলায় কারফিউ


admin প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ১২:০৭ অপরাহ্ন /
মণিপুরে আবার সহিংসতা, ৫ জেলায় কারফিউ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গতকাল সোমবার গ্রামবাসীদের ওপর অজ্ঞাত একদল বন্দুকধারী গুলি চালালে অন্তত তিনজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মণিপুরের থৌবল জেলায় নতুন করে এই সহিংসতার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থৌবাল জেলার লিলং এলাকায় সেনা পোশাক পরে আসা ছদ্মবেশী একদল দুষ্কৃতিকারী স্থানীয়দের ওপর নির্বিচারে গুলি চালায়।

 

মনিপুরের সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা ফোনে রয়টার্সকে বলেছেন, ‘বুলেটের আঘাতে তিনজন মারা গেছেন এবং আরও পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে আছেন।’

নিহতদের পরিচয় বা সন্দেহভাজন হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে রয়টার্সকে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

 

এ ঘটনায় কর্তৃপক্ষ সোমবার রাত থেকে মণিপুরের থৌবল, ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন।

মণিপুরে গত বছরের ৩ মে থেকে ভয়াবহ জাতিগত সহিংসতা শুরু হয়। এ সহিংসতায় এখন পর্যন্ত ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।