বাগদাদে মার্কিন হামলা


admin প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৪, ৪:৪৩ পূর্বাহ্ন /
বাগদাদে মার্কিন হামলা

মার্কিন সামরিক বাহিনী ইরাকের রাজধানী বাগদাদে হামলা চালিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

 

বাগদাদে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার জন্য দায়ী করা এক ইরাকি মিলিশিয়া নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলায় ওই মিলিশিয়া নেতাসহ দুজন নিহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা বলেন, বাগদাদে একটি গাড়িতে হামলাটি চালানো হয়েছে। এটি হারাকাত আল নুজাবার একজন নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছিল।