চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে এ সিদ্ধান্ত জানিয়েছে ইসি।
ইসি’র সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বৈধ যে প্রার্থীরা আছেন, তাদের নিয়ে নির্বাচনে ভোট গ্রহণ চলবে। এর আগে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে ইসি।
আপনার মতামত লিখুন :