নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান কপি শর্মা অলিকে প্রকাশ্য রাস্তায় চড় মারার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন নেপালের কোশি প্রদেশ পুলিশের ডিআইজি রাজেশনাথ বাস্তোলা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কোশি প্রদেশের ধনকুটা এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা কেপি শর্মা অলি। কর্মীরা যখন তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তখন এক যুবক এগিয়ে এসে আচমকা তাকে চড় মারেন।
সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী ও সিপিএন-ইউএমএল কর্মীরা সাথে সাথে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অভিযুক্ত ওই যুবকের নাম মহেশ রায়। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
এএনআইকে কোচি প্রদেশের পুলিশের ডিআইজি রাজেশনাথ বাস্তোলা বলেছেন, ‘তদন্ত করে আমরা দেখেছি, ঘটনার সময় ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। হামলার চেষ্টার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা তাকে আটক করেছি।’
আপনার মতামত লিখুন :