বাগেরহাটের ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবরিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকার শ্যামল দত্তের চায়ের দোকানের সামনে থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম কামাল আকন। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কামাল আকন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :