যে কারণে তাসকিন-শরিফুলের আইপিএলের দরজা ‘বন্ধ’


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৩, ২:৩৮ পূর্বাহ্ন /
যে কারণে তাসকিন-শরিফুলের আইপিএলের দরজা ‘বন্ধ’

২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে বাংলাদেশ থেকে কেবল ছিল মোস্তাফিজুর রহমানের নাম। নিলাম থেকে দলও পেয়েছেন বাঁহাতি পেসার। মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে।

 

এবারের আইপিএলে বাংলাদেশের আরও দুই পেসারের ভাগ্য খুলে যেতে পারত। শেষ মুহূর্তে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নিজেদের নাম সরিয়ে না নিলে তারাও দল পেতে পারতেন। তাদের নিয়েও আগ্রহ ছিল না ফ্র্যাঞ্চাইজিদের। নিলামে বাংলাদেশ থেকে ৬ জনের নাম দেওয়া হয়েছিল। ৩ জনের নাম বাদ পড়েছে শুরুতেই। নিলামের তালিকায় ছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। কিন্তু ১৯ ডিসেম্বরের নিলামের আগের দিন তাসকিন ও শরিফুল নিজেদের নাম সরিয়ে নেন।

কারণ, বিসিবি থেকে তারা পাননি অনাপত্তিপত্র। বিসিবি তাদের ছাড়তে রাজি হয়নি। কেবল মোস্তাফিজকেই ছেড়েছে। তাদের আইপিএল ছাড়তে বিসিবির রাজি না হওয়ার কারণ, দুজনই ইনজুরি প্রবণ। এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাসকিন-শরিফুলকে না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি। তাসকিন কিন্তু এখনও অনুশীলন করছে। কালও আমার সঙ্গে কথা হয়েছে সে বলছে আমি প্রায় ফিট। কিন্তু এই দুইজন খুবই ইনজুরিপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন যে বিশ্বকাপে তাসকিন কিন্তু পুরোপুরি ফিট ছিল না। সে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিট হয়ে খেলেছে।’

 

তাদের আর্থিক ক্ষতিপূরণের দিকটি বিসিবি দেখবে কিনা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘ক্ষতিপুরণের কথা খারাপ শোনায়। বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং।’