‘নৌকা ছাড়া কেউ এজেন্ট দিতে পারবে না’


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ১:৫২ পূর্বাহ্ন /
‘নৌকা ছাড়া কেউ এজেন্ট দিতে পারবে না’

চিরুনি অভিযান চালানো হবে। অন্য দলের কেউ কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না, ভোট দিতেও পারবে না বলে মন্তব্য করেছেন বরগুনায় আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমানের ৩ মিনিট ১৮ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় তালতলীর গোডাউন সংলগ্ন কল বাড়িতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বরগুনা-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার। অতিথি হিসেবে না থাকলেও এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়ে সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান।

 

বক্তব্যের এক পর্যায়ে মতিয়ার রহমান বলেন, ‘আমতলী-তালতলী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। চিরুনি অভিযান চালাব, যে চিরুনি অভিযানের মধ্য দিয়ে ওরা কোনো এজেন্ট দিতে পারবে না, ভোট তো দূরের কথা। খেলা শুরু করব ১৮ তারিখের পরে। খেলা শুরু করব। স্বতন্ত্রের নাম ভুলে গিয়ে ওরা বলবে শেখ হাসিনা, নৌকা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু।’

মতিয়ার রহমান বক্তব্যে আরও বলেন, ‘উপজেলা কমিটি, পৌর কমিটি, ইউনিয়ন কমিটি, এমনকি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি; একজনও যদি নৌকার বিরুদ্ধে যেতে পারে তবে আমরা নির্বাচন থেকে সরে যাব।’

 

বরগুনা জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু রাইজিংবিডিকে বলেন, ‘মতিয়ার রহমানের এমন মন্তব্যের কারণে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা না নিলে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যাওয়া নিয়ে শংকা তৈরি হবে।’

বরগুনা-১ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান বলেন, ‘অংশগ্রহনমূলক নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্র এবার স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। একইসঙ্গে নৌকার মনোনয়ন যারা পেয়েছেন, তাদের জনপ্রিয়তা যাচাইও হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্ত দলীয় বর্ধিতসভায় মতিয়ার রহমান যে বক্তব্য রেখেছেন, এটা এক প্রকার স্বতন্ত্র প্রার্থীদের ও সাধারণ ভোটারদের হুমকি দেওয়া। তার এমন বক্তব্য কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক ও পেশিশক্তি প্রদর্শনের সামিল।’

এ বিষয়ে জানতে বরগুনা আমতলী উপজলো আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের মুঠোফোনে বলেন, ‘এজেন্ট দিতে পারবে না এটা আমি বলেছি। আমি বোঝাতে চেয়েছি, আমাদের দলীয় কেউ স্বতন্ত্রের এজেন্ট হতে পারবে না।’

 

চিরুনি অভিযান প্রসঙ্গে মতিয়ার রহমান বলেন, ‘আমাদের দলের কেউ স্বতন্ত্রের পক্ষে কাজ করে কি-না সেটা জানতে চিরুনি অভিযান চালাব বলেছি।’ স্বতন্ত্র প্রার্থীরা তাদের এজেন্ট খুঁজে পাবে না— এমন মন্তব্যের বিষয় তিনি বলেন, ‘যাদের সমর্থন নেই, তারা এজেন্ট তো খুঁজেই পাবে না।’

বরগুনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘ভাইরাল ভিডিও আমাদের নজরে এসেছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’