নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখা হয়: জেলা প্রশাসক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৬:২০ পূর্বাহ্ন /
নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখা হয়: জেলা প্রশাসক

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, এটা সাধারণ কোনও দুর্ঘটনা নয়। নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখা হয়। আমরা ঘটনাস্থলে এসে গ্যাস সিলিন্ডার পেয়েছি। রেললাইন কাটার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছে দুর্বৃত্তরা।

 

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থলে এসে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, রেললাইন কাটা থাকায় ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়। বগি লাইনচ্যুতের ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে।

 

দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।