গভীর রাতে নার্সিং ইনস্টিটিউটে তালা, ক্লাস বন্ধ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ১:৪২ অপরাহ্ন /
গভীর রাতে নার্সিং ইনস্টিটিউটে তালা, ক্লাস বন্ধ

রাজশাহী নগরীর দেবিসিংপাড়ায় অবস্থিত বেসরকারি মমতা নার্সিং ইনস্টিটিউটের প্রধান ফটক, অফিস কক্ষ ও শ্রেণি কক্ষে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সকালে ক্যাম্পাসে গিয়ে ভবনের ভেতর ঢুকতে না পেরে প্রতিষ্ঠানটির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাস্তায় অবস্থান নেন। তালা দেওয়ার কারণে বুধবার (২০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটিতে কোনো ক্লাস হয়নি।

এই নার্সিং কলেজের পরিচালনা পর্ষদের সঙ্গে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (এসপি) আব্দুর রহিম শাহ চৌধুরীর বিরোধ রয়েছে। তিনি চাকরিবিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে জড়িয়েছিলেন। এই নার্সিং ইনস্টিটিউট যে ভবনে সেখানে তার একটি অংশের মালিকানা রয়েছে। এসপির লোকজনই নার্সিং ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মমতা নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান বাবুল বলেন, ‘এটি সামাজিক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে রাতের অন্ধকারে তালা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা কোনোভাবেই আইনসিদ্ধ নয়। তিনি আইনের লোক হয়ে দীর্ঘদিন থেকেই এভাবে বেআইনি কাজ করে আসছেন। তিনি এখনো ভবনে ফ্ল্যাটের মালিকানা স্বত্ব পাননি। তার অভিযোগ যে, আমরা ভাড়া দেই না। তিনি আদালতে মামলাও করেছিলেন। কিন্তু ইতোমধ্যেই আদালত মামলা খারিজ করে দিয়েছেন। এবার প্রতিষ্ঠানে তালা দিয়েছেন। ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। আমরা লিখিত অভিযোগ করব।’

তালা দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে আব্দুর রহিম শাহ চৌধুরী বলেন, ‘আমার বাসায় তারা ভাড়া থাকেন। ২৪ লাখ টাকা ভাড়া বাকি। এর আগেও স্বাক্ষর জালিয়াতির একটি মামলা রয়েছে। অনেকবার টাকা চাইলেও তারা সেই টাকা দিচ্ছেন না।’

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‌‘আমি যতটুকু জানি, ওই ভবনের মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তবে ইনস্টিটিউটে তালা দেওয়ার ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। আমি একটি প্রোগ্রামে ছিলাম। বিস্তারিত খোঁজখবর নিয়ে জানাতে পারবো।’