কুষ্টিয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৩, ৪:৩৪ পূর্বাহ্ন /
কুষ্টিয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

কুষ্টিয়ার খোকসায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত সাত জনের মধ্য থেকে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন নূর যায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের নৌকা মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রুপের সাত জন আহত হয়েছেন। এর মধ্যে, ৩ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।