রোহিঙ্গা ক্যাম্পে ২ পক্ষের মধ্যে গোলাগুলি, নিহত ১


admin প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন /
রোহিঙ্গা ক্যাম্পে ২ পক্ষের মধ্যে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) রাতে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকে সংঘর্ষ হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহত সৈয়দ আমিন (৩৫) কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা।

ওসি শামীম হোসেন বলেন, রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে সৈয়দ আমিন নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।