রাখাইনে নতুন করে বাস্তুচ্যুত ২৬ হাজার মানুষ


admin প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৯:৪৩ পূর্বাহ্ন /
রাখাইনে নতুন করে বাস্তুচ্যুত ২৬ হাজার মানুষ

মিয়ানমারের সশস্ত্র বাহিনী (এমএএফ) এবং আরাকান আর্মির (এএ) মধ্যে নতুন করে লড়াই শুরুর পর সোমবার থেকে দেশটির রাখাইন রাজ্যে ২৬ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক পরিসংখ্যান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের মোট সংখ্যা প্রায় ৯০ হাজারে নিয়ে এসেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এক বছর আগে সম্মত হওয়া একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর ১৩ নভেম্বর ১১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। লড়াইয়ের কারণে বেশিরভাগ মানবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং রাখাইনের জনপদগুলোর সড়ক ও নৌপথ কার্যত অবরুদ্ধ করা হয়েছে।

সেনা প্রধান জেনারেল মিন অং হ্লাইং ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারজুড়ে প্রায় প্রতিদিনই সেনাবাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হচ্ছে। এই পরিস্থিতি দেশটিকে অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং নতুন গৃহযুদ্ধের মধ্যে নিয়ে ফেলেছে।