ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো চিঠি পেয়েছে বিএনপি। সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার পরে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।
তিনি বলেন, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।
বিবৃতিতে স্টিফেন ইবেলি আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এছাড়া, নির্বাচনের সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা এড়ানো ও সংযম মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :