মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত


admin প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ২:৩২ পূর্বাহ্ন /
মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

ট্রাক চালককে মারধর করছে একদল যুবক। সেই মারধর থামাতে গিয়ে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ শহরে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী এক যুবককে আটক করেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। ঘটনার পর প্রায় এক ঘণ্টা ময়মনসিংহ থেকে শেরপুর-নেত্রকোনা ও কিশোরগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহত আব্দুর রাজ্জাক রাকিব নগরীর ৩২নং ওয়ার্ড কালীবাড়ি এলাকার ওসমান গনির ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে মাইক্রোবাসের যাত্রী ও ট্রাক চালকের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জেরে মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক নেমে ট্রাক চালককে গালমন্দ ও মারধর করে। এ সময় স্থানীয় পরিবহন শ্রমিক, দোকানদার ও ব্যবসায়ীরা বাধা দিলে তিন জন ছুরিকাহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।