ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ঘণ্টা পর ঢাকামুখী আপলাইন স্বাভাবিক হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় লাইনচ্যুত কনটেইনার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে আপলাইন স্বাভাবিক ঘোষণা করে রেলস্টেশন মাস্টার। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে কনটেইনার ট্রেনের পেছনের লাইনচ্যুত বগির চারটি চাকা উদ্ধার করে লাইনে তোলা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কনটেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লেভেল ক্রসিং এলাকার পূর্ব দিকের আউটারে কলেজপাড়া এলাকায় পৌঁছালে ৩১ নম্বর বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী লোকজন নিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসীম উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে লাইনচ্যুত বগির পেছনের চারটি চাকা উদ্ধার করা হয়। লাইনে লাইনচ্যুত কনটেইনার ট্রেন এবং আরেকটি লাইনে উদ্ধারকারী রিলিফ ট্রেন অবস্থান করছিল। তাই আপলাইন স্বাভাবিক হতে সময় লেগেছে। সাড়ে ১০টার দিকে কনটেইনার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আপনার মতামত লিখুন :