এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে চার দলের ওয়ানডে টুর্নামেন্ট খেলতে ভারত সফর করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সফরটা মোটেই সুখকর হলো না আহরার আমিনের দলের। টানা পাঁচ হারের মধ্যে দিয়ে ভারত মিশন শেষের দ্বারপ্রান্তে তারা। শেষ ম্যাচে ইংল্যান্ড যুবাদের বিপক্ষে ৬৮ রানে হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে ৬ ম্যাচের মধ্যে জয় মাত্র ১টিতে।
শুক্রবার (২৪ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুলাপাদুতে শুরুতে ব্যাট করতে নেমে লুক বেঙ্কেইনস্টেইনের ফিফটিতে ভর করে ২৬৫ রান তোলে ইংল্যান্ড। জবাব দিতে নেমে প্রায় ৭ ওভার বাকি থাকতে ৪৩.১ ওভারে ১৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। তবে ইনিংস বড় করতে পারেনি শুরুর চার ব্যাটসম্যান। একমাত্র ফিফটি আসে লুকের ব্যাট থেকে। ১১ চার ও ১ ছক্কায় ৭৮ বলে ৭৯ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এছাড়া ৪৭ বলে ৪১ রান করেন হামজা শেখ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রাফিউজ্জামান রাফি। এছাড়া দুটি করে উইকেট ঝুলিতে পুরেন পারভেজ হোসেন জীবন ও মাহফুজুর রহমান রাব্বি।
জবাব দিতে নেমে আরিফুল ইসলাম ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই দলের হাল ধরতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৮ বলে ৫৬ রান করেন তিনি। এছাড়া ৫৪ বলে ২১ রান আসে মাহফুজুর রাব্বির ব্যাট থেকে। ইংলিশদের হয়ে তিন উইকেট নেন জ্যায়ডন ডেনলি।
ইংলিশদের বিপক্ষে এই হারের বদলা নেওয়ার সুযোগ অবশ্য পাচ্ছে বাংলাদেশ। সফরের শেষ ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে আগামী সোমবার (২৭ নভেম্বর) মুখোমুখি হবে এই দুই দল। একই দিন শিরোপার লড়াইয়ে ফাইনালে নামবে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দল।
আপনার মতামত লিখুন :