এমএসএমই খাতে অর্থায়ন ঘাটতি ২৮০ কোটি ডলার


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ১:৪১ পূর্বাহ্ন /
এমএসএমই খাতে অর্থায়ন ঘাটতি ২৮০ কোটি ডলার

বাংলাদেশে প্রায় এক কোটি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এমএসএমই) মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২৫ শতাংশ অবদান রাখছে। তবে এমএসএমই খাত এখনো ২৮০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন ঘাটতিতে রয়েছে। তাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এমএসএমইদের অর্থায়ন বৃদ্ধির কোনো বিকল্প নেই।

রাজধানী ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে এ তথ্য জানানো হয়। দেশের এমএসএমই খাতে অর্থায়নের বিভিন্ন সুযোগ অনুসন্ধানে সম্মেলনটির আয়োজন করে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ও বাংলাদেশ ব্যাংক। এতে সহযোগিতা করে নরওয়ে সরকার।

সম্মেলনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও অংশীজনেরা যোগ দেন। তাঁরা এ দেশে এসএমই অর্থায়নের জন্য একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের; আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান; বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সভেন্ডসেন; বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক; ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন; সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন; এসএমই ফাইন্যান্স ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামার সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নারীদের মালিকানাধীন এসএমই, পরবর্তী প্রজন্মের এসএমই অর্থায়নের প্রবণতা ও এসএমই অর্থায়নে বৈশ্বিক শ্রেষ্ঠ চর্চাগুলো নিয়ে আইএফসি ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে একটি সমীক্ষা করে। এই সমীক্ষার ফলাফল নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। পাশাপাশি দেশে এসএমই অর্থায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।

এসএমই অর্থায়নে আইএফসি ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করে আসছে জানিয়ে বক্তারা বলেন, ইতিমধ্যে ক্রেডিট গ্যারান্টি স্কিম (সিজিএস), এসএমই অর্থায়ন নীতি সংস্কার ও এই খাতের সক্ষমতা বৃদ্ধিতে তাঁরা কাজ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, ‘আমরা অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছি। এ অবস্থায় প্রত্যেকের, বিশেষ করে যাঁরা পিছিয়ে রয়েছেন, তাঁদের জন্য অর্থায়ন প্রয়োজন। ইতিমধ্যে সিএমএসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তাঁদের জন্য একটি নতুন ও পূর্ণাঙ্গ ক্রেডিট গ্যারান্টি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে।’

আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান বলেন, ‘বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করছে। এই পথচলায় আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আমাদের অগ্রাধিকার রয়েছে। বিশেষ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে আমরা সাশ্রয়ী ও টেকসই আর্থিক পরিষেবা বৃদ্ধির ওপর গুরুত্ব দিই।’