ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়ে আয়ারল্যান্ড পার্লামেন্টে ভোটাভুটি


admin প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন /
ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়ে আয়ারল্যান্ড পার্লামেন্টে ভোটাভুটি

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়ে আগামী বুধবার পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। 

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটরা জানিয়েছেন, ‘বেসামরিক নাগরিক, সাংবাদিক, জাতিসংঘ কর্মী এবং স্বাস্থ্যসেবাকর্মীদের টার্গেট করা থেকে বিরত রাখতে ইসরায়েলি রাষ্ট্রের ব্যর্থতার কারণে’ রাষ্ট্রদূত ডানা আরলিচকে বহিষ্কার করতে আগামী বুধার তারা পার্লামেন্টে একটি প্রস্তাব আনবেন।

https://caf1100b9ad0dfb9dcc7f13ef031aeb3.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

প্রস্তাবটিতে ইসরায়েলের বিরুদ্ধে ইইউ-ব্যাপী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হবে বলে জানা গেছে। 

সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা হলি কেয়ার্নস বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীদের দুর্ভোগ নিয়ে ‘দোদুল্যমান’ ছিল।

আইরিশ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হলি কেয়ার্নস বলেন, ‘হামাসের ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরায়েলের নিষ্ঠুর ও অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়ায় গাজায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে- যার মধ্যে ৫ হাজারের বেশি শিশু। ইসরায়েল গাজায় লক্ষাধিক নিরীহ বেসামরিক মানুষকে ‘সম্মিলিত শাস্তি’ দিচ্ছে, সেখানে ব্যাপকভাবে বাস্তুচ্যুতি ঘটেছে ।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের প্রস্তাবটি আইরিশ সরকারকে ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার জন্যও সরকারকে পদক্ষেপ নেওয়ার জানায়। কারণ ইসরায়েল বাণিজ্য চুক্তিটির মানবাধিকার ধারা গুরুতরভাবে লঙ্ঘন করেছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত গবেষণা ও উদ্ভাবনে ৯৫ বিলিয়ন ইউরোর হরাইজন ইউরোপ তহবিলটিও ইসরায়েলের জন্য নিষিদ্ধ করা।’

আইরিশ পার্লামেন্ট ডায়াল আইরিনের ১৬০ আসনের মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটদের আছে মাত্র ছয়টি। তবে ইসরায়েলি রাষ্ট্রদূত আরলিচের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রস্তাবের পক্ষে বাম-ঘরানার কয়েকটি দল ওই প্রস্তাবে সমর্থন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডানপন্থী দল ফিয়ানা ফেইলের সাথে পার্লামেন্টের বৃহত্তম দল সিন ফেইনও ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। তবে তারা জানিয়েছে যে, আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে নিতে তারা নিজস্ব একটি প্রস্তাব উত্থাপন করবে।

আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও গাজায় বোমাবর্ষণকে ‘সম্মিলিত শাস্তি’র মতো এবং ‘অনেক বেশি প্রতিশোধ’ গ্রহণের মতো বলে মনে করেন।

দলটির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাট কার্থি বলেছেন, প্রধানমন্ত্রী লিও ভারাদকার মনে করেন, মানবাধিকার আইন পালনে ইসরায়েলের ব্যর্থতা ‘অগুরুত্বপূর্ণ হতে পারে না’।

তিনি বলেন, ‘গাজায় হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা; হাসপাতাল, স্কুল এবং মসজিদের মতো বেসামরিক অবকাঠামো ধ্বংস, ফিলিস্তিনি বেসামরিকদের ব্যাপকভাবে বাস্তুচ্যুতি এবং পানি, খাবার, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ অস্বীকার করার জন্য ইসরায়েলের পরিণতি অবশ্যই থাকতে হবে।’

পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় মানবতাবিরোধী অপারাধের তদন্তের অনুরোধ জানাতে আয়ারল্যান্ডের নিজের অধিকার প্রয়োগ করা উচিত।’

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে নিতে সিন ফেইন আগামী সপ্তাহে পার্লামেন্টে প্রস্তাব আনবে বলে জানিয়েছে।